রাহাত হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের নুরবাগ এলাকায় আজ শুক্রবার ১৯/৮/২১ ইং তারিখ এলজি এসপির অর্থায়নে সুবহান সিকদারের বাড়ি হইতে মোঃ ফারুকের বাড়ি পর্যন্ত রাস্তার ঢালাই কাজের শুভ উদ্বোধন করলেন কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সফল মেম্বার আলাউদ্দিন হাওলাদার।
এসময় তিনি বলেন, আমি কুতুবপুর ৫ নং ওয়ার্ডের জনগণের সেবক। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমার নেতা নারায়ণগঞ্জ-৪ আসন সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের নির্দেশনা অনুযায়ী এবং আমাদের কুতুবপুর ইউনিয়ন এর অভিভাবক চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে ৫ নং ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়নে কাজ করে যাচ্ছি। তবে, আমার ওয়ার্ডের দৌলতপুর, বাদামতলা, মুন্সিবাগ এবং ঔ আমতলা থেকে কদমতলী পাকারমাথা পর্যন্ত রাস্তাগুলো অত্যন্ত নিচু। এসকল রাস্তাগুলো সংস্কার করা প্রয়োজন। বর্ষার সময় মানুষ পানিবন্দি হয়ে পড়ে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান, উপজেলা চেয়ারম্যান এবং জেলা প্রশাসকের এই রাস্তাগুলো উন্নয়নের জন্য আমি সুদৃষ্টি কামনা করছি।