নিজস্ব প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১৫/৮/২১ ইং তারিখ ৪৬ তম শাহাদাত বার্ষিকী ছিল। খন্দকার মোশতাক এর ষড়যন্ত্রে একদল বিপদগামী সৈনিক বঙ্গবন্ধু সহ তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করে। সেদিন ছিল শ্রাবণের মাস বৃষ্টি না ঝরলেও ঝরেছিল বাঙালির জাতির পিতা এবং বঙ্গমাতার রক্ত। নিষ্পাপ ছোট্ট শিশু শেখ রাসেলকেও ওরা হত্যা করেছিল সেইদিন। এই মাসটি বাঙালির জন্য শোকের মাস।
১৫ই আগষ্ট রবিবার সকালে ধানমন্ডি ৩২ নাম্বাারে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ , কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি – মোঃ জহির উদ্দিন মভু ও যুগ্ম সাধারন সমপাদক – মোঃ জামাল উদ্দিন বাচ্চু এর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মী সহ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ নরায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি – এড, মশিউর রহমান , সাধারন সমপাদক – মোঃ সোহেল রানা ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ নরায়নগঞ্জ মহানগর কমিটির সভাপতি – মোঃ নুরুল হক ও সাধারন সমপাদক – মোঃ আক্তার খাঁন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান এবং শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে দোয়া করেন।