রাহাত হোসেনঃ২১শে আগষ্ট ২০০৪ ইং ততকালীন ৬ নং ওয়ার্ড দনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর দেওয়ান। সেদিনের বর্বরোচিত গ্রেনেড হামলায় আজও শরীরে স্প্রিন্ট নিয়ে বয়ে বেরাচ্ছেন। যার নেতৃত্বে তৎকালীন ৬ নং ওয়ার্ড দনিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদকের সাথে ৬ নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হয়েছিল বঙ্গবন্ধু এভিনিউর সভাস্থলে। ভাগ্যক্রমে সেদিন কয়েকজন আঘাতমুক্ত ভাবেই ফিরতে সক্ষম হয়েছিলেন। সেদিনের বিভিষিকাময় পরিস্থিতির কথা মনে পরলে আজও আঁতকে উঠে জাহাঙ্গীর দেওয়ান।
জাহাঙ্গীর দেওয়ান বিশেষ সাক্ষাৎকারে প্রতিবেদককে জানান, ২১ শে আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই, এবং যারা পঙ্গু হয়েছেন,স্প্রিন্টের আঘাত নিয়ে আজও শেখ হাসিনার কর্মী হয়ে আছেন তাদের প্রতি রইলো নিরন্তর ভালোবাসা ও শুভ কামনা। আমিও সেদিন আহত হয়েছিলাম। কিন্তু যতক্ষণ ব্যথার যন্ত্রনায় কাতরাচ্ছিলাম তখনও ভাবছিলাম আমার নেত্রীকি বেঁচে আছে কিনা? যারা এই নির্মম দুর্ঘটনা ঘটিয়েছিল ওই বিএনপি-জামাতের খুনিদের দ্রুত বিচারের আওতায় আনা পয়োজন। বর্তমানে আমি ঢাকা মহানগর দক্ষিণ ৬০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।