নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানার আওতাধীন ৬০ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রাজধানী ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ডের পাশে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ২৭/৮/২১ ইং তারিখ শুক্রবার সন্ধ্যার পর শোকসভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় ৩,০০০ অসহায়, দুস্থ জনগণের মাঝে খাবার দিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।
শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা। একদল বিপথগামী সৈনিক খন্দকার মোশতাক এবং বিএনপি জামাতের নীলনকশার ষড়যন্ত্রে ১৫ ই আগস্টের সেদিন হারিয়েছিল আমাদের জাতির পিতা কে। শুধু তাই নয়, সেদিন হত্যা করেছিল ছোট্ট শিশু রাসেল কেউ। ওই নরপিচাশরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের বাংলাদেশটাকে নিশ্চিহ্ন করার। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেলে পরিণত করার জন্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু ২০০৪ সালের ২১ শেখ আগস্ট ওই তারেক জিয়ার ষড়যন্ত্রে বিএনপি-জামায়াত মিলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা চালায়। সেদিন ভাগ্যক্রমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও। আমরা হারিয়েছিলাম আইভি রহমান আপাকে। ওই নরপিচাশরা সেদিন যাতায়াতের সকল ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। আমিও ২১শে গ্রেনেড হামলার সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে সেখানে উপস্থিত ছিলাম। আওয়ামী লীগের রক্তাক্ত মাথা আহত ক্ষতবিক্ষত ভাই বোনদের ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাই। আজ বাংলাদেশে যখন পদ্মা সেতু নির্মিত হয় তখন ওই অপশক্তিরা চক্রান্ত চালায়, আজ আমাদের দেশে যখন মেট্রোরেল হয় তখন ওই জামাত-শিবির চক্রান্ত চালায়। এদেরকে প্রতিহত করতে হবে। এজন্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কদমতলী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ কাজী সোহেল।
৬০ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইয়াছিন আরাফাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সঞ্চালনায় ছিলেন, ৬০ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক, রাজিবুল ইসলাম রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবুর রহমান মামুন, জনতাবাগ ইউনিট আওয়ামী লীগ সভাপতি, জি এম কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াস উদ্দিন নূরানী, কদমতলী থানা শ্রমিক লীগ সভাপতি আব্দুল হামিদ, নিউক্যাসেল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ মিঠু।
এসময় আরো উপস্থিত ছিলেন, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক লীগের মহানগর, থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।