মোত্তালি সরকার বগুড়া : ডিজিটাল দেশের অবৈধ পন্থায় ব্যবহার হচ্ছে উইকিলিকস (শেরপুর অপরাধ নামা) নামের অনলাইন এক ওয়েব সাইট। বিগত ৭/৮ মাস পূর্ব থেকে তথাকথিত এই ওয়েব সাইটে একের পর এক প্রকাশ পাচ্ছে মানুষের চরিত্র হরনমূলক মিথ্যা কাহিনী । এই প্রতিবেদন লেখা কালিন সময় অসংখ্য সুধিজন এই প্রতিবেদককে জানান উইকিলিকস নামক ওয়েব সাইটটি ক্রমাগত প্রকাশ করে যাচ্ছেন একের পর এক মিথ্যা কাহিনী। এই ওয়েব সাইটটির সত্বাধীকারি জৈনক মোঃ আব্দুল সবুর( সমুন) নামক একজন বিপদগামী ছেলের নাম শোনা গেলেও বাস্তবিক কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না এই ওয়েব সাইট এর সত্বাধীকারি। বিগত দিনে প্রকাশিত চরিত্র হরনমূলক ঘটনা প্রত্যক্ষ ক্ষতিগ্রস্তরা একের পর এক প্রশাসনের দারস্ত হয়েছেন বিভিন্ন পেশায় কর্মরত ব্যবসায়িক রাজনৈতিক ব্যক্তিত্ব কবি সাহিতিক সাংবাদিক বুদ্ধিজিবী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের নিকট অভিযোগের পাহাড় জমাট বাধলেও প্রতিকারে ভূমিকা হতাশা জনক ক্ষতিগ্রস্ত ছাড়াও বিভিন্ন জন এই উইকিলিকস ও সত্বাধীকারির বিরুদ্ধে আইনগত পদেক্ষের আশা দীর্ঘায়িত হলেও বাস্তবে আশানরুপ নয়। গতকাল ওয়েব সাইটিতে প্রকাশিত স্থানীয় সুনামধন্য গণমাধ্যমকর্মি ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ সোলাইমান আলী বাবুর নামে। এ ঘটনায় চরম, ক্ষুব্ধ কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ। মিথ্যা এই কাহিনি প্রকাশকারীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার জোড়দাবী প্রশাসনের কাছে।