নিজস্ব প্রতিনিধিঃ ডেমরা ইউনিয়ন আয়োজিত গতকাল ৪/৯/২১ ইং তারিখ শনিবার সকাল থেকে ঢাকা-৫ আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎসবমুখর একটি দিন নৌ ভ্রমণের ও বনভোজনের মধ্য দিয়ে পালন করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বর্তমান যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক,ঢাকা-৫ সংসদীয় আসনের ১৪ দলের প্রধান সমন্বয়ক, জননেতা হারুনর রশীদ মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৫ আসনের মুখপাত্র ও ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম আনু ভাই ও ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন গেসু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা-৫ আসনের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।