নিজস্ব প্রতিনিধি, রাহাদঃ কুতুবপুর ইউনিয়ন – ৫ নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদার কুতুবপুর ৫ নং ওয়ার্ডের একজন উন্নয়নের রূপকার।
শাহি মহল্লা মোহাম্মাদীয়া আলিম মাদ্রাসা মাঠে ছাত্র-ছাত্রীদের চলাচলের উপযোগি ছিলনা, তাই মাঠে বালু ফেলে সুন্দর পথচলার সুব্যবস্থা আজ ১৯/৯/২১ ইং তারিখ রবিবার সকালে ছাত্র-ছাত্রীদের জন্য করে দিলেন।
এসময় তিনি বলেন, দীর্ঘকালীন সময় স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নির্দেশনা অনুযায়ী স্কুল-কলেজ-মাদ্রাসা খোলা হয়েছে। আমাদের শাহী মহল্লা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসাটির মাঠে জলাবদ্ধতা হয়ে থাকতো। মাদ্রাসা শিক্ষার্থীরা নূরের আলোয় প্রজ্বলিত শিখা। একজন জনপ্রতিনিধি হিসেবে তাদের যেন কষ্ট না হয় তার জন্য মাদ্রাসা প্রাঙ্গণের মাঠে আজ বালু ভরাট করে দিলাম। আমি নির্বাচিত হবার পর থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন প্রিয় ব্যক্তি আমার নেতা নারায়ণগঞ্জের লৌহমানব ৪ আসন সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশনা অনুযায়ী আমি আমার ওয়ার্ডের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছি। আমার ওয়ার্ডে এখনও অনেক রাস্তা জলাবদ্ধতা আছে। আমি কথা দিচ্ছি, পুনরায় নির্বাচিত হলে আমার ওয়ার্ডটিকে উন্নয়নের রোল মডেলে পরিণত করার জন্য জলাবদ্ধতা নিরসন করে প্রতিটি রাস্তাঘাটের উন্নয়ন করব।