
রাহাত হোসেনঃবেপরোয়া ভাবে ট্রাক চালানোর সময় আরিফ , বয়স ১৭, পিতা ইউসুফ আলী, আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় ৯ব শ্রেণি পড়ুয়া ছাত্র ওয়ায়েস করনী আদর্শনগর কোচিং থেকে বাসায় ফেরার সময় বালু ভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
ড্রাইভার এর অতর্কিত বেপরোয়াভাবে চালানোর কারণে ওয়ায়েস করনী আদর্শনগর আজ ২৩/৯/২১ ইং তারিখ এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ড্রাইভার এর নাম-আইয়ুব আলী, বয়স-৬০।
ড্রাইভার কে ঘটনাস্থলে আটক করেছে আমজনতা। গাড়ির নাম্বার- ঢাকা মেট্রো-ট-১৪-০০৭১।
ছেলেটির বাবা মার দুচোখে গভীর অশ্রুজল। জানাযায়, অনেক কষ্ট করে ছেলেটি ককে পড়াশোনা করেছেন তারা।
ওয়ায়েস করনি আদর্শনগর এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এই ক্যাটাগরীর আরও খবর..