
নিজস্ব প্রতিনিধিঃ কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের বার বার নির্বাচিত সফল জনপ্রতিনিধি, মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি। তিনি কুতুবপুর ইউনিয়ন পরিষদের অভিভাবক, ৩ বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর সার্বিক সহযোগিতায় গতকাল ২৫/৯/২১ ইং তারিখ শনিবার পিলকুনি সিরাজ মিয়ার বাড়ী হইতে মনির মিয়ার বাড়ী পর্যন্ত ১% প্রকল্পের আওতাধীন ড্রেন, স্লাব ও রাস্তার সিসি ঢালাইয়ের উদ্বোধনকৃত কাজ শতভাগ সততার সাথে সম্পন্ন করেন।
এ সময় তিনি বলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু সাহেবের নির্দেশে হাজী আবু হানিফা (সচিব) ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পিলকুনি সিরাজ মিয়ার বাড়ী হইতে মনির মিয়ার বাড়ী পর্যন্ত ১% প্রকল্পের আওতাধীন ড্রেন, স্লাব ও সিসি রাস্তা ঢালাইয়ের উদ্বোধনকৃত কাজ শতভাগ সততার সাথে সম্পন্ন করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এভাবে ইউনিয়নের একজন সেবক হিসেবে কাজ করে যেতে পারি সেজন্য ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া কামনা করছি।
এই ক্যাটাগরীর আরও খবর..