
নিজস্ব প্রতিনিধিঃ অতি শীঘ্রই কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আসন্ন নির্বাচনে কুতুবপুর ৪,৫,৬ নং ওয়ার্ডে মহিলা মেম্বার প্রার্থী অনেক তবে জনগণ চাচ্ছে একজন সৎ, নির্ভীক, ন্যায় বিচারক জনপ্রতিনিধি।
কুতুবপুর তৃনমূল আওয়ামী লীগের ত্যাগী পরিশ্রমই মহিলা সভানেত্রী বিউটি বেগম বিগত বছরের ন্যায় এবারও কুতুবপুর ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদপ্রার্থী।
কুতুবপুর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ডের জনগণ তার সম্পর্কে বলেন, বিউটি আপা কুতুবপুরের মাদক স্পর্ট আকন গলির মাদক নির্মূলে তার অবদান অতুলনীয়। মাদক, ইভটিজিং কিংবা যে কোন সমস্যা নির্মূলে তাকে আমরা সব সময় কাছে পেয়েছি। আমাদের মহিলাদের যেকোনও বিচার আচারে তিনি সুষ্ঠু বিচার দেবার লক্ষ্যে আমাদের সহায়তা করেছেন। আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা কুতুবপুর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার হিসেবে বিউটি আপাকে চাই। বিউটি আপা ভয় নেই, আমরা আছি তোমার সাথে।
প্রতিবেদক ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদপ্রার্থী বিউটি বেগম এর সাথে একান্ত সাক্ষাৎকার করতে গেলে তিনি জানান, আমি জননেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমার নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান এর সহধর্মীনি নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ভাবির পরামর্শ অনুযায়ী আমার কুতুবপুর ইউনিয়নের নারীদের পাশে ছিলাম এবং আছি। নারীদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এবং কুতুবপুর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড ৩টি আধুনিক সুসজ্জিত ওয়ার্ড গড়তে আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন মহিলা মেম্বার পদপ্রার্থী। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার নির্বাচনী সালাম ৪,৫,৬ নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণের প্রতি রইল।
এই ক্যাটাগরীর আরও খবর..