নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ তিন বছর কদমতলী থানায় শতভাগ সফলতার সাথে জনগণের মাঝে সেবা দিয়েছেন কদমতলী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর। কর্মজীবনে তিনি বেশ কয়েক জায়গায় অফিসার ইনচার্জ হিসেবে নিয়োজিত ছিলেন। কদমতলী থানায় থাকাকালীন তিনি ডিএমপির শ্রেষ্ঠ পুলিশ অফিসার ইনচার্জ বেশ কয়েকবার হয়েছেন।মুগদা এলাকাকে একটি মাদক, ইভটিজিং মুক্ত, নারীর সঠিক অধিকার বাস্তবায়ন, প্রতারণার ফাঁদ থেকে রক্ষার জন্য এবং যেকোন মানবিক কাজে জনগণের পাশে থেকে সেবা দেয়ার লক্ষ্যে মুগদা থানার অফিসার ইনচার্জ এর দায়িত্ব পেয়েছেন অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর। তিনি মুগদা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করায় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বোরহান বেপারী ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন জামাল উদ্দিন মীরকে।