
নিজস্ব প্রতিনিধিঃ ২/১০/২০২১ ইং তারিখ শনিবার দুপুর ১২ টায় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ আয়োজিত শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর দীর্ঘায়ু সুস্থতা কামনা করে মিলাদ, দোয়া মাহফিল ও দুপুরের মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
আয়োজনটি অনুষ্ঠিত হয় যাত্রাবাড়ী থানাধীন কাজলা হামিদ উল্লাহ কমিউনিটি সেন্টারে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা-৫ আসন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু।
আয়োজনটির সভাপতিত্ব করেন, বৃহত্তর ডেমরা-থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অবিভক্ত ডেমরা-থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকঢা সংসদীয় আসনের ১৪ দলের প্রধান সমন্বয়ক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে (এমপি) পদপ্রার্থী হারুনর রশীদ মুন্না।
সঞ্চালনায় ছিলেন, ঢাকা-৫ আসনের মুখপাত্র ও ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর, সালাহউদ্দিন আহমেদ, ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর, শামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর, আলহাজ্ব মোস্তাক আহমেদ, ৬১,৬২,৬৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ফারহানা ইয়াসমিন কুয়াশা, ৬৭,৬৮,৬৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, গিয়াস উদ্দিন গেসু , ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মুরাদ, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আহমেদুল করিম জয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, ৬১,৬২,৬৩ নং সাবেক প্রতিষ্ঠাতা মহিলা কাউন্সিলর ফুলবানু পলি, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ বশির আহমেদ, মোহাম্মদ আলমগীর, মোঃ বোরহান বেপারী, খান মনি, শারমিন খান নিমনি জারা, ৬২ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মিলন হোসেন বাবু, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বৃহত্তর দনিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ দক্ষিণ, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, গোলাম মোস্তফা হাসমত, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী মোঃ শামসুল আলম, ৬০ নং ওয়ার্ড দক্ষিণ সিটির মেয়র নির্বাচন পরিচালনা কমিটির, সদস্য সচিব, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, মাকসুদুর রহমান সুজন, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, আনোয়ার হোসেন, মমতাজ উদ্দীন, জাহিদ হাসান লাট, স্মৃতিধারা ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম, ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ অহিদুল ইসলাম বিপ্লব, নুরুজ্জামান মিলন, শারমিন আক্তার কাকলি, ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিন্টু, ৬৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার টুসি, আওয়ামী লীগ নেতা মোঃ সফিউদ্দিন খান, ৬৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নওশাদ আহমেদ রঞ্জু, বোরহান গাজী, মোঃ আরমান হোসেন, ঢাকা-৫ আওয়ামী লীগ এর প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।
এই ক্যাটাগরীর আরও খবর..