নিজস্ব প্রতিনিধিঃ ৮ অক্টোবর শুক্রবার বাদ এশা মুসলিম পাড়া মিনার মসজিদ সংলগ্ন উঠান বৈঠকে ইসমাইল হোসেন দারোগার সভাপতিত্বে ৫ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী খবির উদ্দিন কে নির্বাচিত করতে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় কুতুবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী খবির উদ্দিন বলেন, অনেকেই গুজব ছড়াচ্ছেন যে কোন নির্বাচনী নাকি হবে না এমনিতেই সিলেকশন করে দেওয়া হবে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই গুজবে কান দিবেন না সুষ্ঠু ও সুন্দর ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে। অনেকে নির্বাচনের আগেই নিজেকে কি মনে করতেছেন এই চিন্তা মাথা থেকে বাদ দেন। আমাদের সকলের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন হোক যাতে করে জনগণ তাদের পছন্দের মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। আজকে আমার এই এলাকার স্থানীয় মুরুব্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ আমাকে সমর্থন দিয়েছে বলেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি বিগত ৩০ বছর যাবত এই এলাকায় বসবাস করে আসছি। সকলের কাছেই পরিচিত। আমার এলাকার জনগণ যদি মনে করে আমি যোগ্য তাহলে অবশ্যই আমাকে এই কুতুবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমি মনে করি আমার বিজয় হলে বিজয় আমি হবোনা হবে এই এলাকার জনগণ। আমি এলাকার পঞ্চায়েত ও মসজিদ কমিটির সদস্যদের নিয়ে সকল উন্নয়ন মূলক কর্মকান্ড করে যেতে চাই।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ইমারত শ্রমিক সভাপতি খলিলুর রহমান খলিল, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন দেওয়ান, শফি দেওয়ান, আফসার উদ্দিন দুদু, পাগলা উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আতিকুল ইসলাম খোকন, আবুল কাশেম, আব্দুল জব্বার মজুমদার, হাজী হাফিজ উদ্দিন, মোঃ সবুজ, সুজন সহ এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।