নিজস্ব প্রতিনিধিঃকুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর নৌকা পাওয়ায় নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত প্রস্তুতিমূলক আলোচনা সভায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কুতুবপুরে নৌকা মনোনীত প্রার্থী মনিরুল আলম সেন্টু তার বক্তব্যে বলেন, প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে এই কুতুবপুরে নৌকা মনোনীত করেছেন। আর এই কুতুবপুর থেকে আমাকে নৌকা মনোনীত করার জন্য যার অবদান সবচেয়ে বেশি সে হচ্ছেন আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ আমার প্রিয় নেতা নারায়নগঞ্জের সিংহ পুরুষ এ কে এম শামীম ওসমান তার কাছে আমি চির কৃতজ্ঞ। বিগত তিন তিনবার এই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছি। এই এলাকার জনগণ আমাকে ভালোবাসে তারা প্রত্যেকবার আমাকে বিপুল ভোটে জয় যুক্ত করেছি। এবার বাংলাদেশ আওয়ামী মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছে আপনারা দল-মত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিন।
১১ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় দেলপাড়া মিরকুঞ্জ কমিউনিটি সেন্টারে এই নির্বাচনী প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিনে তিনি আরো বলেন, আমি এই কুতুবপুরে সবসময়ই ইনডাইরেক্ট ভাবে মাদক সন্ত্রাস চাঁদাবাজি এর বিরুদ্ধে একশন নিয়েছি। আমি কথা দিচ্ছি এখন থেকে ডাইরেক ব্যবস্থা নেব। কুতুবপুর কে একটি ক্লিন রাজনীতি হিসেবে তৈরি করব। এখানে কোন চাঁদাবাজ সন্ত্রাস মাদক কারবার থাকবেনা। এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেই কুতুবপুরের আওয়ামী লীগের ত্যাগী নেতা রয়েছেন অনেকে বলেছেন, তাদেরকে মূল্যায়ন করতে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমি আওয়ামী লীগের বর্তমানে একজন ক্ষুদ্রতম সদস্য কুতুবপুরের ত্যাগী আওয়ামী লীগ নেতারা আমাকে দেখবেন এবং দিকনির্দেশনা দেবেন। ১১ তারিখের নির্বাচনের জন্য আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন পুনরায় এই কুতুবপুরে নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে পারি।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এইচ,এম, ইসহাক, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল, ফতুল্লা থানা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরী, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য, কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদার, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোমেন সিকদার, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চাঁন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্সি, কুতুবপুর ১,২ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া, কুতুবপুর ইউনিয়ন ৪,৫ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়ন ৭ ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার জি এম সাগর, ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম, ৬ নং ওয়ার্ড মেম্বার হাজী রোকন উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মির হোসেন মীরু, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল মোল্লা, মিন্টু ভূঁইয়া, কুতুবপুর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি বিউটি বেগম, কুতুবপুর ইউনিয়ন ৪,৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার অনামিকা হক,৭,৮ও ৯ নং ওয়ার্ড মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি, কুতুবপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভানেত্রী, ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার পদপ্রার্থী বিউটি বেগম সহ কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ তাঁতী লীগ মৎস্যজীবী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।