
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদ আসন্ন নির্বাচন উপলক্ষে ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার হান্নানু্র রফিক রঞ্জু পুনরায় নির্বাচিত হওয়ার লক্ষ্যে ৯ নং ওয়ার্ডে তার নিজস্ব কার্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনগণকে সাথে নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেন।
উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় ১৫/১০/২১ ইং তারিখ শুক্রবার।
এ সময় তিনি বলেন, কুতুবপুর ৯ নং ওয়ার্ডের জনগণের পাশে থেকে সেবা করতে চেষ্টা করেছি। আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে আমার ওয়ার্ডের উন্নয়নমূলক কার্যক্রম করেছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে পুনরায় নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। সকলের দোয়ায় এবং ভালোবাসার জন্যই আমি আবার পুনরায় মেম্বার পদপ্রার্থী। জনগণই আমাকে মূল্যায়ন করবে। আমি দৃঢ় আশাবাদী বিগতবারের মতো বিপুল ভোটে জয়যুক্ত হব।
এই ক্যাটাগরীর আরও খবর..