নিজস্ব প্রতিনিধিঃ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ফুটবল। একসময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল ফুটবল। তবে কালের বিবর্তনে ফুটবল খেলা হারাতে বসেছে। ফুটবল খেলাকে প্রাণবন্ত করতে কুতুবপুর ইউনিয়নের জনপ্রতিনিধিরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কুতুবপুর ইউনিয়নে। এভাবে করে প্রতিটি জেলা-উপজেলা, ইউনিয়ন ভিত্তিক ফুটবল খেলার আয়োজন করলে বাংলাদেশও একদিন বিশ্ব ফুটবলে ভালো অবস্থান করবে।
সেই লক্ষ্য বাস্তবায়নে, শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় পাগলা ধোপাতিতা এলাকায় প্রাপ্তি সিটি খেলার মাঠে নয়ামাটি গোর কমিটির উদ্যোগে জমকালো আয়োজনের মাধ্যমে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মেম্বার হাজী রোকন উদ্দিন রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এইচ এম ইসহাক। হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, এস এম সালাউদ্দিন, বাদল দেওয়ান, জাহাঙ্গীর আলম, ইলিয়াস হোসেন, দেলোয়ার হোসেন, আবু সাঈদ মোল্লা, মান্নান, আক্তার হোসেন, আলাউদ্দিন, জাকির হোসেন রাজু, সেলিম, মশিউর রহমান মাসুম, ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াংকা, সুমন মোল্লা, হাসিবুল হাসান, মনির।
আয়োজনে ছিলেন, মামুন, সাইফুল ইসলাম, শাকিল, আজাদ, খোরশেদ, সুমন, সোহাগ সহ বৃহত্তর নয়ামাটি গোর কমিটির অন্যান্য সদস্য।
উক্ত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফ্রেন্ডস ডটকম ও রানার্সআপ হয়েছেন ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব।