জগত সংসারে প্রতিটি সাফল্যবান ব্যক্তি
কর্মের দ্বারাই ছুঁয়েছে মানুষের মন
আপনি হতে পারেন অঢেল সম্পত্তির মালিক
কিংবা কালো টাকার পাহাড় এর অন্তরালে
একজন মানবদরদী সেবক
কিন্তু জীবনের শেষ প্রান্তে
কর্মের হিসাব নিকাশে
ফলাফল পাবেন শূন্য
আমি অতি নগন্য মানুষ
আঠার পিঠা খেয়ে
করি মানুষের গুনগান,
টাকা নয় কর্ম করতে বাসী ভালো
মানুষ ভালোবেসে তাই দেয় কিছু অর্থকরী
তার মাঝেই আমি আছি বেশ ভালো।
সত্য বলতে নাহি লাজ
সততার আদর্শই
মানুষকে দেয় সঠিক পথ।
কালোটাকায় অঢেল সম্পত্তির
সাধু হয়ে যাও সাবধান।
বঙ্গবন্ধু কন্যা দুর্নীতি দমনে
জিরো টলারেন্স চালিয়ে যাচ্ছে দুর্বার।