নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধিন কুতুবপুর ইউনিয়ন পরিষদের একজন সফল সাবেক মেম্বার আলাউদ্দিন হাওলাদার। তিনি কুতুবপুর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। দেশ ও মানুষের বার্তা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে তিনি বলেন, জয় পরাজয় থাকবেই। আমি বিগত ৫ বছর আমার সাধ্য অনুযায়ী সরকারি বাজেট মোতাবেক মানুষের মাঝে সেবা পৌঁছে দিতে চেষ্টা করেছি। পাশ ফেইল আল্লাহ পাক রব্বুল আলামীনের হাতে। মেম্বার হতে পারিনি তাতে কি? একজন তৃণমূল আওয়ামী লীগের কর্মী হিসেবে মানুষের মাঝে সেবা পৌঁছে দেব। সরকারি অর্থায়নে হয়তো পারবো না কিন্তু নিজস্ব অর্থায়নে সাধ্য অনুযায়ী মানুষের মাঝে মানব সেবা পৌঁছাতে চেষ্টা করব।
একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে বঙ্গবন্ধুকে ভালোবেসে বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি করে আসছি। বিএনপি-জামাতের দোসররা যারা মাথাচাড়া দিয়ে উঠতে চান তাদের উদ্দেশ্যে বলছি আমি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপির রাজনীতি করি। মেম্বার হতে পারিনি কিন্তু আওয়ামী লীগের কর্মীদের উপর যদি অন্যায় অত্যাচার চলে আমি প্রতিবাদ করব। কুতুবপুর ৫ নং ওয়ার্ড এর জনগণ সবসময় ভালো থাকুক আমি সেই প্রত্যাশাই করি সবসময়।