নিজস্ব প্রতিনিধিঃ সড়ক ও যোগাযোগ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি, আলহাজ্ব আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ঢাকা-৫ আসন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু এবং বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সফল বিপ্লবী সাধারণ সম্পাদক, বর্তমান যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা-০৫ নির্বাচনী এলাকা ১৪-দলের প্রধান সমন্বয়ক, ঢাকা-০৫ আসনের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা, ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা হারুনর রশীদ মুন্নার পক্ষ থেকে ৫০ তম মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয়ের শুভেচ্ছা জানালেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা মোঃ খান মনি।
এসময় তিনি বলেন, ৫০ তম মহান বিজয় দিবসের এই দিনে সর্বপ্রথম আমার মনে পড়ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনরাত্রি। আমি নেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।
মহান বিজয় দিবস, বাঙালির ইতিহাসের সবচেয়ে আনন্দের দিন, তবে এই আনন্দ সহজে অর্জন হয়নি, হারাতে হয়েছে ত্রিশ লাখ তাজা প্রান, খোয়াতে হয়েছে দুই লাখ মা-বোনের ইজ্জত। আজ আমরা স্বাধীন, আনন্দময় অশ্রুসিক্ত ও বেদনার্থ হৃদয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জানাই বিনম্র শ্রদ্ধা।