নিজস্ব প্রতিবেদক :
স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে কুমিল্লা মুরাদনগর থানাধীন গাইটুলি গ্রামের যুব সমাজের উদ্যোগে দিন ব্যাপি নানান অনুষ্ঠানের আয়োজন করে।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতার সুর্বণ জয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু করেন। তারপর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
১৯৭১ সালের আজকের এইদিনে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তাদের স্বতন্ত্র জাতিসত্তা।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবসে স্থানীয় যুব সমাজ দৃপ্তকণ্ঠে শপথ করেন যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না- দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। বাঙালি জাতির আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো।
অনুষ্ঠানে শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফিরুজ মিয়া, মোঃ মোবারক হোসেন বাদল,মিজানুর রহমান ভূঁইয়া মোঃ রাশেদুল আলম (রাশেদ), আক্তার ভূঁইয়া,আরিফ মোল্লা,মোস্তফা,মনির ভূঁইয়া,প্রমুখ