নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয় ৩০/০১/২২ ইং তারিখ রবিবার সন্ধ্যার পর।
এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক,জি.এম আনোয়ার হোসাইন গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি’র সদস্য রাশেদুল হক মিল্কি, আবু বখতিয়ার সোহাগ, এনামুল হক মামুন, জাহাঙ্গীর হোসেন।
সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, ফারুক হোসেন সানি, সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবকদল সদস্য, সাখাওয়াত হোসেন।