রাহাদঃ ০৪/০২/ ২০২২ইং ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত গেন্ডারিয়া থানার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। শুক্রবার বেলা ১১টায় গেন্ডারিয়ার জহির রায়হান অডিটোরিয়ামে ৬০০ দুঃস্থ-অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এবং বাবু নির্মল রঞ্জন গুহ দাদার সহধর্মিণী নন্দিনী গুহ আলো বৌদি।
সভাপতিত্ব করেন ঢাকা ৫ আসনের মা মাটি ও মানুষের নেতা, করোনা যুদ্ধাজয়ী, শীতার্ত অসহায় মানুষের বন্ধু ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।
আরো উপস্থিত ছিলেন, গেন্ডারিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পদপ্রার্থী আলী হাসান শিশির, সহ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী বৃন্দ।
এই ক্যাটাগরীর আরও খবর..