রাজিবপুর প্রতিনিধিঃ রাজিবপুর উপজেলা প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার দুপুরে অস্থায়ী প্রেস ক্লাবের এক সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় দুই বছরের জন্য নতুন এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইত্তেফাকের রাজিবপুর উপজেলা সংবাদদাতা আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি এবং সৃষ্টি টিভি ও দৈনিক আজকের জামালপুর পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি তারিকুল ইসলাম তারাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বিজয়ী অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এসএম লুৎফর রহমান, সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক, সহ সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্ন সাংগঠনিক সম্পাকদক সহিদুর রহমান মাস্টার, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রহমান পারভেজ, সদস্য তরিফুল ইসলাম তারা, ও সদস্য জিয়াউর রহমান জিয়া।