নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ ২০২০-২১ এর বার্ষিক সাধারন সভা ২০২১-২২ এর বাজেট অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান।
এ সময় তিনি বলেন, আল্লাহর রহমতে আমি আমার পরিবারকে নিয়ে হজে যাচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি হজে গিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশবাসী ও আপনাদের জন্য দোয়া করব। সিলেটে বন্যা কবলিত মানুষরা খুবই অসহায় অবস্থায় রয়েছেন বন্যার কারণে খাবার পৌঁছে দেওয়াও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে আপনারা আপনাদের সাধ্যমত বন্যা কবলিত মানুষগুলোর পাশে দাঁড়াতে চেষ্টা করবেন। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের পদ্মা সেতু ২৫ ই জুন শুভ উদ্বোধন হবে আমরা তার জন্য তাকে ধন্যবাদ জানাই। ইয়াং জেনারেশন কে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আসার পথে দেখলাম অনেক ইয়াং জেনারেশন আমার নামে শ্লোগান দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলা। আপনারা বাবা-মার কথা মতো চলুন বাবা-মাকে বেশি বেশি ভালোবাসুন। এরপর তিনি পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান বাচ্চুর প্রশংসা করেন। জলাবদ্ধতায় এবং যানজট নিরসনে কাজ চলছে দ্রুত। অতি শীঘ্রই নারায়ণগঞ্জের জলাবদ্ধতা নিরসন হবে বলে তিনি জানিয়েছেন। এরপর তিনি মাদক ইভটিজিং ও চাঁদাবাজ নির্মূলের জন্য নতুন ওসিকে স্বাগত জানান এবং তার প্রশংসা করেন।
সভায় সভাপতিত্ব করেন, পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, পরিচালনা করেন, পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান হাজী মোঃ শওকত আলী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এমপি শামীম ওসমানের বাল্যবন্ধু জাহাঙ্গীর আলম টেনু ফতুল্লাহ থানা অফিসার ইনচার্জ রেজাউল হক দিপু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, হাজী মোঃ জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগ সভাপতি মীর সোহেল আলী, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মীর হোসেন মীরু, কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান, মহিউদ্দিন ভূঁইয়া মিন্টু।
এ সময় পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।