রাজীবপুর প্রতিনিধি, মুরাদুল ইসলাম মুরাদঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মোহাম্মদী ইউথ ক্লাবের আয়োজনে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ৯ জুলাই উপজেলার মুন্সি পাড়া, মেম্বার পাড়া, ফাটক পাড়া, মদনের চর এলাকায় দেড়শ অসহায় পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার প্যাকেটে ছিলোচি চিনি, লাচ্ছা সেমাই, লবণ, চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সাবান।
ব্রহ্মপুত্র ও সোনা ভোরি নদীর ভাঙ্গন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত দেড়শ পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রোস্তম মাহমুদ লিখন, নাজমুল ইসলাম, বাদল আহমেদ, আবু তালেব প্রমুখ।