নিজস্ব প্রতিনিধিঃ আজ ২৭ই জুলাই বুধবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।
গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৮ বছর উদযাপন উপলক্ষে, খামার বাড়ি কনভেনশন হলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাসিম।
সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, গাজী মেসবাউল হোসেন সাচ্চু।
সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কে এম আফজালুর রহমান বাবু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা-০৫ আসনের মাটি ও মানুষের নেতা, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-০৫ এমপি পদপ্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।
এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।