
নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ বছর পর ২৬ ই সেপ্টেম্বর গতকাল সোমবার বিকালে কদমতলী থানা ও এর অন্তর্গত ৫২,৫৩,৫৮,৫৯,৬০ ও ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী।
কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির এবং ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সম্মেলনে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দীলিপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, প্রচার সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ।
উক্ত সময় বৃহত্তর শ্যামপুর দনিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পদপ্রার্থী সনি ভূষণ দত্ত বিশাল শোডাউন দিয়ে ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত হন। তিনি আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথের একজন ত্যাগী নেতা। জেল জুলুম অত্যাচার সহ্য করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেছেন। উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে ৬০ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি পদপ্রার্থী হিসেবে সিভি জমা দিয়েছেন। তিনি সকলের সমর্থন প্রত্যাশী।
এই ক্যাটাগরীর আরও খবর..