মুরাদুল ইসলাম,রাজীবপুর(কুড়িগ্রাম)
কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জামাল মিয়ার ছেলে আতিকুর রহমানের পরিবর্তে বালু উত্তোলন মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে জয়নাল আবেদীন নামের এক ড্রেজার শ্রমিক গ্রেফতার হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) সকালে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন আলীর রৌমারী আমলী আদালতে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার জয়নাল আবেদীন রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার আব্দুস সামাদ জানান, সোমবার (২৪ অক্টোবর) ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন মামলায় আদালতে আসামীদের হাজিরা ছিল। আসামীদের মধ্যে ২২জন উপস্থিত ছিলেন। এরমধ্যে আসামী আতিকুর রহমানের বদলে জয়নাল আবেদীন নামে এক ড্রেজার শ্রমিক আদালতে হাজিরা দিতে আসেন। বিষয়টি বিচারকের নজরে আসলে জয়নাল আবেদীনকে আটক করা হয়। এই ঘটনায় রাষ্ট্রপক্ষ বাদী হয়ে জয়নাল আবেদীনসহ দুইজনকে আসামী করে ২৯/২২ একটি মিস কেস দায়ের করেন। জয়নাল আবেদীনকে এই মামলায় গ্রেপ্তাার এবং অপর আসামী আতিকুর রহমানকে পলাতক দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী জয়নাল আবেদীনকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও ২০২১সালের দায়ের করা ওই মামলায় আসামী আতিকুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
আসামী জয়নাল আবেদীন স্বীকার করে বলেন,‘রৌমারী উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জামালের ছেলে আতিকুর রহমানের বদলে তিনি এই মামলায় হাজিরা দিতে এসেছেন। প্রায় ৩বছর ধরে তিনি আতিকুর রহমানের ৮শ টাকা মজুরিতে বালু উত্তোলনে ড্রেজার শ্রমিক হিসেবে কাজ করেন। এ মামলায় হাজিরা দিতে আসার সময় আতিকুর তাঁকে যাতায়াত খরচ দিয়েছেন এবং হাজিরা দিয়ে বাড়িতে গেলে মজুরিসহ বাড়তি কিছু টাকা দেওয়ার চুক্তি হয়েছিল।