
সেলিম আহমেদ: রাজিব স্মৃতি ডে নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধন করেন এক সময়ের তুখোর ও জনপ্রিয় ফুটবলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মিরু ৷ অনুষ্ঠানটির প্রধান উদ্বোধক এর বক্তব্যে তিনি বলেন মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, ইভটিজিং মুক্ত ,কিশোর গেং মুক্ত ,সমাজ গড়তে ,খেলাধুলার কোন বিকল্প নেই ৷ খেলাধুলা মানুষের মন মস্তিষ্ককে খারাপ কাজ থেকে দূরে রাখে ৷
১৮ ইং নভেম্বর শুক্রবার সন্ধ্যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা থানা কুতুবপুর ইউনিয়ন পাগলা পূর্বপাড়া যুবসমাজের সার্বিক তত্ত্বাবধানে রাজিব স্মৃতি সংসদের উদ্যোগে ডে নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানের প্রধান অতিথি,হাজী মোহাম্মদ জসিম উদ্দিন সভাপতি কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ৷ তিনি তার বক্তব্যে বলেন, কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার অন্যতম একটি ইউনিয়ন ৷এখানে প্রায় ,এক লক্ষ ৫০ হাজার ভোটার সংখ্যা রয়েছে, কিন্তু দুঃখ আফসোসের বিষয় এখানে একটি খেলার মাঠ নেই ,তাই অল্প পরিসরে আজকের এই রাজিব স্মৃতি ফুটবল ডে নাইট টুর্নামেন্ট অনুষ্ঠানের, আয়োজকদেরকে জানাই সাধুবাদ যে তারা আজকে মাদকের দিকে ঝুকে না গিয়ে খেলাধুলার বিনোদন নিয়ে মেতে থাকে তাই আমি কুতুবপুরের যুব সমাজের পক্ষ থেকে মাননীয় এমপি আলহাজ্ব একেএম শামীম ওসমানকে অবগত করে বলতে চাই কুতুবপুর ইউনিয়নে একটি খেলার মাঠ আমাদের যুব সমাজের জন্য প্রয়োজন এটা আমাদের কুতুবপুরবাসীর আপনার কাছে প্রাণের দাবি ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রিকেটার রনি তালুকদার, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সনিয়া দেওয়ান প্রীতি , শ্রী রাজিব তালুকদার।
এই ক্যাটাগরীর আরও খবর..