নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকা ৫ তৃণমূল আওয়ামী লীগের আস্থার নয়নের মনি, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঢাকা ৫ সংসদীয় আসনের ১৪ দলের প্রধান সমন্বয়ক, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা ৫ তৃণমূল আওয়ামী লীগ সমর্থিত নৌকার মনোনয়ন পদ প্রত্যাশী এমপি পদপ্রার্থী হারুনর রশীদ মুন্নাকে এমপি পদপ্রার্থী করার দাবিতে ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠক এবং বিশাল গনসংযোগ অনুষ্ঠিত হয়।
আয়োজনটি অনুষ্ঠিত হয়, ১৩ ই ফেব্রুয়ারি বিকেল তিন ঘটিকা থেকে। সর্বপ্রথম নুরপুর ওয়ার্ল্ড টাচ শপিং সেন্টার এর নিচ তলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এরপর সহস্রাধিক নেতাকর্মী শনিআখরা থেকে বিশাল গনসংযোগ নিয়ে গ্যাস রোড, জনতাবাগ হয়ে শনির আখড়া আয়শা মোশারফ মার্কেট সংলগ্ন রোডে গনসংযোগটি শেষ হয়।
এ সময় সভাপতিত্ব করেন, গোলাম মোস্তফা হাসমত, পরিচালনা করেন, মাকসুদুর রহমান সুজন ও রাইস উদ্দিন রাইসু।
উক্ত সময় উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন, মোঃ শামসুল আলম, জাকারিয়া রাসেল, মোঃ জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম টেলু, মোঃ বশির আহমেদ, মোঃ গাজী শরীফ, মোঃ বোরহান বেপারী, শারমিন খান নিম্নি জারা, শারমিনা আলী সীমা, মোঃ জামাল হোসেন, জাকির হোসেন রাজু মৃধা, মোঃ আশিক, গাজী এ কে উল্লাস, মোঃ আসলাম, জীবন, মোঃ রবিউল আলম, মোঃ আশরাফ শেখ, রায়হান হোসেন রঞ্জু, মোঃ শরীফ সহ অন্যান্যরা।
এই ক্যাটাগরীর আরও খবর..