
নিজস্ব প্রতিনিধঃ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে রাজধানী ঢাকার কেন্দ্রস্থল ঢাকা মেডিকেল কলেজের বহিঃপ্রাঙ্গন জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তক অর্পণ করলেন ঢাকা- ৫ নির্বাচনী এলাকার ১৪ দলের প্রধান সমন্বয়ক, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সদ্য সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা ৫ তৃণমূল আওয়ামী লীগ সমর্থিত নৌকার মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী হারুনর রশীদ মুন্না।
এ সময় ঢাকা-৫ সংসদীয় আসনের প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর মহিলা কাউন্সিলর, থানা আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ, ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী হারুনর রশীদ মুন্নার নেতৃত্বে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এই ক্যাটাগরীর আরও খবর..