রাহাদ হোসেনঃ মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না। লালবাগ থানাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের শহীদ নগর বউবাজার এলাকার ১৪৩/১ এ বসবাসকারী মোঃ সুমন মিয়া একজন সাধারণ রিক্সা চালক। তার ৬ বছরের একমাত্র পুত্র সন্তান মোঃ তাহসান একটা সময় খেলাধুলা করত মাদ্রাসায় পড়াশোনা করত। ভাগ্যের নির্মম পরিহাসে তাহসান নামের নিষ্পাপ বাচ্চা শিশুটি ১৪ ই নভেম্বর ২০২২ ইং তারিখ থেকে S.S.P.E ব্রেন ইনফেকশন নামক মারাত্মক রোগে ভুগছেন। বাংলাদেশের সরকারি কয়েকটি হাসপাতালে ধারদেনা করেও তাহসান নামের এই শিশুটির চিকিৎসার জন্য তার বাবা-মা চেষ্টা চালিয়েছেন। কিন্তু এই রোগের চিকিৎসা বাংলাদেশে নেই। চিকিৎসকরা জানিয়েছেন ইন্ডিয়াতে ডাঃ ওসওয়াল S.S.P.E রোগের সফল চিকিৎসক। দীর্ঘদিন চিকিৎসায় এই রোগ ভালো হয়। তাহসানের বাবা মা দ্রুত উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ার পুনে ডাক্তার ওসওয়াল মেডিকেল সেন্টারে যেতে চায়। যেখানে চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। নিষ্পাপ শিশু তাহসানের অবস্থা বর্তমানে অত্যন্ত ভয়াবহ। চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে বাচ্চাটি । তাহসানের বাবা মায়ের আর্তনাদ সমাজের বৃত্তবানরা যেন এগিয়ে আসে বাচ্চা শিশুটির চিকিৎসার জন্য।