
নিজস্ব প্রতিনিধি, রিপা আক্তারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করার লক্ষ্যে এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপনকে ঢাকা-৫ নৌকার মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী করার দাবিতে ৬১ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় ১৫ ই জুন বৃ রাত ৮ ঘটিকায় রাজধানী ঢাকার ৬১ নং ওয়ার্ড পাটের বাগে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, দনিয়া বিশ্ববিদ্যালয় গভর্নিং বডির সভাপতি, আলহাজ্ব কামরুল হাসান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন, কদমতলী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাবেক সাধারণ সম্পাদক, কাজী সোহেল, ৬১ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি, মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল আলম বাপ্পি।
উক্ত উঠান বৈঠকটি সফল করতে, ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন এর নেতাকর্মীবৃন্দ, ৬১ নং ওয়ার্ডের স্থানীয় মুরুব্বিগণ এবং জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা সহ ৬১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরীর আরও খবর..