
১৮ ই জুলাই মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা মৎস্য ভবন থেকে শুরু করে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় নেতাকর্মীবৃন্দ।
সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
এ সময়, ঢাকা-৫ সংসদীয় আসন তৃণমূল আওয়ামী লীগের আসার সঞ্চার, দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৫ নৌকার মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা-৫ সংসদীয় আসন ১৪ দলের সমন্বয়ক হারুনর রশীদ মুন্নার নেতৃত্বে, ঢাকা-৫ এর ১৪ টি ওয়ার্ড এর হাজার হাজার তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ মহানগর আওয়ামী লীগের শোভাযাত্রা সফল করতে মুন্নার সাথে ছিলেন।
এ সময় তার সাথে ছিলেন, ৬২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ জেরিন মিয়া।
এই ক্যাটাগরীর আরও খবর..