
নিজস্ব প্রতিনিধিঃ ২৯ ই জুলাই বিএনপির জ্বালাওপোড়াও ভাঙচুরের প্রতিবাদে ৩০ ই জুলাই রবিবার বিকেল ৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের উদ্যোগে যাত্রাবাড়ী থেকে জনপদের মোর সংলগ্ন রোড পর্যন্ত ঢাকা-৫ সংসদীয় আসনের প্রতিটি ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা-৫ সংসদীয় আসনের ১৪ দলের সমন্বয়ক, ঢাকা-৫ নৌকার মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী হারুনর রশিদ মুন্নার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সভাপতিত্ব করেন, ঢাকা-৫ আসন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু এমপি।
এ সময় হারুনর রশীদ মুন্না বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ লড়াই সংগ্রামের স্বাধীনতার শক্তির সংগঠন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতিটি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কে বিপুল ভোটে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।বিএনপি’র জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকান্ডের ষড়যন্ত্র সাধারণ জনগণ বুঝে গিয়েছে। বিএনপি’র যেকোনো বাধা-বিপত্তি প্রতিহত করতে ঢাকা-৫ সংসদীয় আসনের আমরা সকল নেতাকর্মীবৃন্দ প্রস্তুত আছি।
এই ক্যাটাগরীর আরও খবর..