
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।
উক্ত সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
উক্ত সরণ সভা সফল করার লক্ষ্যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ নৌকার মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ সংসদীয় নির্বাচনী এলাকার ১৪-দলের প্রধান সমন্বয়ক হারুনর রশীদ মুন্নার নেতৃত্বে ঢাকা-৫ সংসদীয় আসনের সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরীর আরও খবর..