নিজস্ব প্রতিনিধিঃ ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে ১৯ ই আগস্ট শনিবার ৪৮নং ওয়ার্ড ৯ নং ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে জোহরের নামাজের বাদ এবং ৪৯ নং ওয়ার্ড সুতি খালপাড় এলাকায় আসরের নামাজের বাদ দুস্থদের মাঝে তবারক বিতরণ করেন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা-৫ সংসদীয় আসন ১৪ দলের সমন্বয়ক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগ সমর্থিত নৌকার মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী হারুনর রশীদ মুন্না।
ঢাকা-৫ এর মেহনতী ও সাধারণ জনগণের প্রিয় এই নেতা ১৫ ই আগস্ট থেকে শুরু করে ঢাকা-৫ এর কয়েকটি স্পটে দুঃস্থদের মাঝে তবারক বিতরণ করেন। জানা যায়, বাঙালি জাতির শোকের এই মাসে ঢাকা-৫ এর সাধারণ জনগণের মাঝে তবারক বিতরণ তিনি অব্যাহত রাখবেন।
এ সময় তিনি বলেন, আগস্ট মাস এলেই স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামায়েত নানা চক্রান্তে মেতে ওঠে। বিএনপি জামাতের কুলাঙ্গাররা আগস্ট মাস আসলেই আরেকটি ৭৫, সিরিজ বোমা হামলা কিংবা ২১ ই আগস্ট ঘটানোর প্রচেষ্টায় নিমত্ত থাকে। ওদেরকে হুঁশিয়ারী করে বলে দিতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের শিকড় অনেক মজবুত। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আছে বলেই বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা আপার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।
এ সময় ৪৮ নং ওয়ার্ড ৯ নং ইউনিট আওয়ামী লীগের প্রোগ্রামটিতে সভাপতিত্ব করেন উক্ত ইউনিট আওয়ামী লীগের সভাপতি, করিম মোড়ল এবং ৪৯ নং ওয়ার্ড উইংস সুতি খাল পার ইউনিট আওয়ামী লীগ এর প্রোগ্রামটিতে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান সংগ্রামী সভাপতি রিনা আক্তার বকুল।
৪৮ নং ওয়ার্ড ৯ নং ইউনিট আওয়ামী লীগের প্রোগ্রামটি পরিচালনা করেন, মোঃ রাজিব এবং
৪৯ নং ওয়ার্ড উইংস সুতি খাল পার ইউনিট আওয়ামী লীগ এর প্রোগ্রামটিতে পরিচালনা করেন উক্ত ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ শামীম মিয়া।
উক্ত আলোচনা সভা, দোয়া ও তোবারক বিতরণে প্রধান বক্তার বক্তব্য রাখেন কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব গিয়াস উদ্দিন গিয়াস, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক গাজী শামীম।
এ সময় ৪৮ নং ওয়ার্ড ৯ নং ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ এবং ৪৯ নং ওয়ার্ড উইংস সুতি খালপাড় ইউনিট আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।