২১ ই আগস্ট এর শহীদদের স্মরণ ১৯ তম বার্ষিকী উপলক্ষে গুলিস্তান আওয়ামীলীগ পার্টি অফিসের সামনে উক্ত ঘটনার শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়ে, আলোচনা সভা ও দোয়ায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারকে ‘খুনী পরিবার’ আখ্যায়িত করে বলেছেন, এদেশে খুনীদের রাজত্ব আর চলবে না।
শেখ হাসিনা ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে ‘৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে মানুষ হত্যায় জড়িত থাকায় জিয়া পরিবারকে ‘খুনী পরিবার’ হিসেবে আখ্যায়িত করেন। পাশাপাশি গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরেরও দাবি জানান তিনি।
তিনি বলেন, “জিয়া পরিবার মানে হচ্ছে খুনি পরিবার। এই বাংলাদেশে খুনীদের রাজত্ব আর চলবেনা।”
রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সমানে যেখানে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা চালিয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা চালানো হয় সেখানেই সে দিনের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
সে দিনের হামলায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তাঁর শ্রবণেন্দ্রিয় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। নেতা-কর্মীদের মানব ঢাল প্রাণে বাঁচায় তাঁকে। কিন্তু নারী নেত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগের ২২ নেতা-কর্মী নিহত এবং প্রায় এক হাজার জন আহত হন। যার মধ্যে ৫ শতাধিক গুরুতর আহত হন।
উক্ত আলোচনা সভা সফল করতে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে ঢাকা-৫ সংসদীয় আসনের ১৪ দলের সমন্বয়ক, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী হারুনর রশিদ মুন্নার নেতৃত্বে, ২১ ই আগস্ট ২০২৩ ইং সোমবার সকালে ২১ ই আগস্টের ঘাতকদের দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবিতে ঢাকা-৫ সংসদীয় আসনের সহস্রাধিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত হন। এই সময় হারুনর রশীদ মুন্না ও ঢাকা-৫ তৃণমূল আওয়ামীলীগ নেতা কর্মীবৃন্দ ২১ ই আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে পুষ্প মাল্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান।
এ সময় হারুনর রশীদ মুন্নার সাথে উপস্থিত ছিলেন, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর, আলহাজ্ব মোস্তাক আহমেদ, ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর, আলহাজ্ব শামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, ৪৮, ৫০, ৫১ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নাজমা বেগম, ৬১, ৬২, ৬৩ নং ওয়ার্ড কাউন্সিলর, ফারহানা ইয়াসমিন কুয়াশা, ৬৫ নং ওয়ার্ড তুষার ধারা ইউনিট আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ফজলুল হক মিন্টু, ৬১নং ওয়ার্ড ১ ও ২ নং ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিলন, ৬২ নং ওয়ার্ড ছনটেক ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, মোঃ রবিউল আলম রবি, নয়ানগর ইউনিট আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আশরাফ শেখ, ৬৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রায়হান হোসেন রঞ্জু সহ অন্যান্যরা।