মোঃ আরিফ, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন হয়। আজ বিকেলে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এক মনোরম আনন্দ মিছিলের আয়োজন করা হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লোকে লোকারণ্য হয়ে যায়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজেলে শামস্ পরশ ; সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতা সহ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা । যুবলীগ কর্মীদের সাথে নিয়ে মিছিলে মিছিলে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত হন আনন্দ মিছিলে। এ যেন এক মিলন মেলা প্রত্যেকের মুখে স্লোগানে কম্পিত হতে থাকে স্থানটি।
এ সময় যুবলীগ নেতা ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানার ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল হোসেনের নেতৃত্বে কর্মীরা আনন্দ মিছিলে যোগদান করেন। তাদের মুখে একটাই স্লোগান আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারো হিসেবে দেখতে চান। সকল ষড়যন্ত্রকে উৎখাত করে বাংলাদেশ কে শান্তিপূর্ণ রাখার জন্য সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এমনটাই বললেন এই যুবলীগ নেতা ।
তিনি বলেন, ইতিমধ্যেই জামাত-বিএনপি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে শুরু করেছে। তারাই ইতিপূর্বে সংসদ নির্বাচন আসলেই তোরা গুপ্ত হামলা করে মানুষের জান মালের ক্ষতি করে তাদের কাইনী স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু এবার আর হবে না কারণ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল নেতাকর্মীরা সোচ্চার। মাননীয় প্রধানমন্ত্রীর সকল চাওয়া অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আমরা পল্টন থানার যুবলীগের সকল কর্মীরা তাদেরকে প্রতিহত করার জন্য সর্বদাই প্রস্তুত আছি। আজকের এই আনন্দ মিছিল থেকে আমি আরো বার্তা দিতে চাই, স্বাধীনতার বিপরীতের শক্তি জামাত-শিবির তোমরা সাবধান হয়ে যাও নতুবা আর কঠোর সিদ্ধান্তে যেতে আমরা যুবলীগের কর্মীরা বাধ্য হব।