স্টাফ রিপোর্টার রাহাদ হোসেনঃ ১৬ ই নভেম্বর বৃহস্পতিবার বিএনপির ডাকা ৫ম দফায় সকাল সন্ধ্যা টানা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির ২য় দিনে যাত্রাবাড়ীতে সকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত সম্পূর্ণ নিরাপদ ভাবে যানবাহন স্বতঃস্ফূর্তভাবে চলছে। জনগণ কর্মের সন্ধানে তার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন।
১৫ ই নভেম্বর সন্ধ্যার পর নির্বাচনী তফসিল ঘোষণার পর ১৬ ই নভেম্বর ভোর সকাল থেকে যাত্রাবাড়ীতে ঢাকা-৫ সংসদীয় আসন-১৪ দলের সমন্বয়ক, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঢাকা-৫ নৌকার মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী হারুনর রশীদ মুন্না বিএনপির অবরোধ প্রতিহত করতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেন। এরপর নির্বাচনী প্রচারণার জন্য দুপুর ২ ঘটিকায় হাজার হাজার নেতাকর্মীবৃন্দদেরকে সাথে নিয়ে তার রাজনৈতিক কার্যালয় ভাঙ্গা প্রেস মকবুল ভবনে গণমাধ্যম কর্মীদের কাছে নির্বাচনী প্রেস ব্রিফিং করেন।
এরপর বিকাল থেকে সন্ধ্যা গড়িয়ে রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অতন্দ্র প্রহরীর মত জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে যাত্রাবাড়ীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় ঢাকা-৫ তৃণমূল আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ তার সাথে যাত্রাবাড়ীর রাজপথে অবস্থান করছেন ও একটি বিশাল বিক্ষোভ মিছিল করেন।