দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, তৃণমূল থেকে মতামত নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড মনোনয়নপত্র বাছাই করবে।
আজ সকাল ১০টা থেকে বিতরণ হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম। ১০টা ২৩ মিনিটে প্রথমটি সংগ্রহ করেন প্রধানমন্ত্রী। তিনি গোপালগঞ্জ-৩ আসনের জন্য ফরম সংগ্রহ করেছেন।
জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, যাদের ওপর জনগণের আস্থা নেই তারাই নির্বাচন বানচাল করতে চায়।
শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
উক্ত দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সময় ঢাকা-৫ এর হাজার হাজার নেতাকর্মী নিয়ে মহানগর নাট্যমঞ্চ থেকে গুলিস্তান আওয়ামী লীগ পার্টি অফিস সংলগ্ন রোডে বিশাল মিছিল নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছার স্বাগতম জানান, ঢাকা-৫ নৌকার মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঢাকা-৫ সংসদীয় আসন ১৪ দলের সমন্বয়ক হারুনর রশীদ মুন্না।
এ সময় দীর্ঘ লড়াই সংগ্রামের তৃণমূলের এই ত্যাগী নেতা, নৌকার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তার সাথে ছিলেন, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, আলহাজ গিয়াস উদ্দিন গিয়াস, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, মাকছুদুর রহমান সুজন সহ অন্যান্যরা।