1. admin@deshomanusherbarta24.com : admin :
নারায়ণগঞ্জ ২'আড়াইহাজার সংসদীয় আসনে এ চমক দেখাতে পারেন ড. হাবিব মোল্লা - দেশ ও মানুষের বার্তা
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচনের দাবিতে লিফলেট বিতরন ও গনসংযোগ করেন আলহাজ্ব মোঃ জাকির হোসেন দক্ষিণ পানগাও ডিগবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং এর, ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মাদক সন্ত্রাস নির্মূলে ১০ পঞ্চায়েত এর উদ্যোগে প্রস্তুতি সভা মোহাম্মদিয়া সুপার মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতি লি:” এর ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি ভয়াবহ লোকসানের আশঙ্কায় দেশের একমাত্র লাভ জনক চিনি কারখানা বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্বপ্রকাশে সংবাদ সম্মেলন অভিযোগ উঠেছে ফেরদৌস আলম ভূঁইয়া মিঠুর ফেসবুক আইডি হ্যাক হয়েছে আদর্শ নগর বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্বাচিত কমিটির ঘোষণা অনুষ্ঠিত  জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫ নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা 

নারায়ণগঞ্জ ২’আড়াইহাজার সংসদীয় আসনে এ চমক দেখাতে পারেন ড. হাবিব মোল্লা

রিপোর্টার নাম:
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩১৪ বার পঠিত

ক্লিন ইমেজের নেতৃত্ব চায় আড়াইহাজারবাসী

ভোটারদের পছন্দের তালিকায় রয়েছেন হাবিব মোল্লা

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ৭ ই আসন্ন দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে সারা দেশে বিভিন্ন জেলা উপজেলার পাড়া মহল্লা।সব জায়গায়ই চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। তাফসিল ঘোষণার পর পরই আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি ও জমা দেওয়াও শেষ হয়েছে। আর ইতিমধ্যেই দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের বৈঠকেও বসেছে। হয়তো খুব শীঘ্রই চূড়ান্ত হবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কারা পাচ্ছে করা হচ্ছেন পরবর্তী নৌকার মাঝি। আর এই নৌকার মনোনয়ন পেতে সারা দেশের নৌকা মনোনয়ন প্রত্যাশীদের মতোই ব্যাপকভাবে দৌড়ঝাঁপ শুরু করেছেন। চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে প্রচার প্রচারণা। তার এই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও আওয়ামী লীগের পাঁচটি আসনেই আওয়ামী লীগের মনোনয়ন কিনেছে নৌকা প্রত্যাশীরা। বিশেষ করে এই পাঁচটি আসনের মধ্যে অন্যতম একটি আসন আড়াইহাজার। আর এই আড়াইহাজারে বর্তমান এমপি সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু তিনি তিন তিনবার এই আড়াইহাজারে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এবারও মনোনয়ন কিনেছেন জমাও দিয়েছেন। তবে তার এই আসনেই আরো বেশ কয়েকজন আওয়ামী লীগের নৌকার কান্ডারী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমাও দিয়েছেন। তবে জানা গেছে দীর্ঘদিন এই এলাকার এমপি থাকার কারণে নজরুল ইসলাম বাবু এলাকায় একটি বলয় তৈরি করেছেন। এমনও জানা গেছে তার বাহিনীর ধারা এলাকায় অনেক অত্যাচারিত হয়েছে। তবে বর্তমানে আড়াইহাজারে আস্তে আস্তে বলায় ভাঙ্গা শুরু হয়েছে। আড়াইহাজার মানুষ এখন আর অন্যায় অত্যাচার চায় না। তারা এই আডাইহাজারের জন্য একজন যোগ্য নেতৃত্ব চায়। আর এই যোগ্য নেতৃত্বে হিসাবে আড়াইহাজার খাককান্দা ইউনিয়নের মোল্লা বাড়ির কৃতি সন্তান বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিব মোল্লা।

জানা যায়, আড়াইহাজার ও গোপালদী নামের দুটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে নারায়ণগঞ্জ-২ আসনটি এ আসনটি জাতীয় সংসদের ২০৫ নির্বাচনী এলাকা।যার ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ।নারায়নগঞ্জ-২ আসনে ২০০৮ সালে নৌকা প্রতিক বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে। যেখানে বর্তমান সংসদ সদস্যের বিভিন্ন পদে আত্মীয়করণসহ বিভিন্ন অভিযোগ থাকলেও ক্লিন ইমেজ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী, বর্তমানে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবীদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা প্রচারণায় এগিয়ে রয়েছে।জানাযায়, সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগ থেকে শুরু করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন পদেথেকে নেতৃত্ব দেয়া ড.মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা এলাকার সবার মাঝে সমাদৃত।মিষ্টভাষী পরোপকারী ড. হাবিবুর বিগত সময়ে এলাকায় থেকে স্থানীয় আ’লীগ ও অঙ্গদলের নেতৃবৃন্দদের সাথে নিয়ে এলাকায় এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। স্থানীয় আ’লীগ নেতাদের ঐক্যবদ্ধ করা ছাড়াও করোনাকালীণ মানুষের পাশে দাড়ান, কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দেওয়া, অসহায়, দুঃস্থ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানসহ এলাকার মানুষের সুখে-দুখে পাশে রয়েছেন তিনি।এছাড়াও প্রায় প্রতিদিনই এলাকায় সভা-সমাবেশ, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে চলছেন। তিনি সভা-সমাবেশ করে আড়াইহাজারের উন্নয়নসহ বিগত দিনের আওয়ামী লীগের উন্নয়নের তথ্য তুলে ধরছেন। যার মাধ্যমে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মনে জায়গা করে নিচ্ছেন।এব্যাপারে এমপি প্রার্থী ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা বলেন, বাংলাদেশ কৃষকলীগের পক্ষে এলাকায় শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা তুলে ধরছি। আওয়ামী লীগ ও অঙ্গদলের নেতাকর্মীরাসহ সাধারণ জনগন ব্যাপক সাড়া দিচ্ছেন। আমি মনে করি সৎ, ত্যাগী, নিষ্ঠাবান, জনগণের প্রতি যার ভালোবাসা আছে, জনগণ যাকে ভালোবাসে, ভালো জানে, এ ধরণের প্রার্থী বেছে নিলে সেই হিসেবে প্রাথী হিসেবে নিজেকে যোগ্য মনে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান এবং তার সুফল আমরা ভোগ করছি। নৌকা উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। নারায়নগঞ্জ-২ আসনের সংসদ নির্বাচনে কৃষকরত্ন শেখ হাসিনা আমাকে নৌকার মাঝি হিসেবে পাঠালে সর্বস্তরের জনসাধারণের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া সব নাগরিক সুবিধা নিশ্চিত সহ দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করব।ক্লিন ইমেজের একজন ত্যাগী নেতাকে দল মনোনয়ন দিবে এটাই আমার প্রত্যাশা। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদ রাখি। আমার ব্যক্তিগত কোনো চাহিদা নেই, এলাকার সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধ আড়াইহাজার আমার স্বপ্ন। দল ও দলের অংগসংগঠনের নেতাকর্মীরা আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে।

তবে নারায়ণগঞ্জ ২ আড়াইহাজারে সমীকরণ যেমনই থাকুক না কেন সেই এলাকার মনে প্রাণে মানুষের আস্থা জাগিয়েছেন আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ ড. হাবিব মোল্লা।

এদিকে হাবিব মোল্লা তিনি মনে করছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেই নৌকা মার্কা দিয়ে মূল্যায়ন করবেন। ইতিমধ্যে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরও খবর..
© All rights reserved © 2021 Deshomanusherbarta24
Theme Customized BY WooHostBD