
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ২৬ ই নভেম্বর রোববার বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের।
বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক, ডেমরা থানা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না ঢাকা-৫ নৌকার মনোনীত এমপি পদপ্রার্থী নির্বাচিত হলেন।
হারুনর রশীদ মুন্না ঢাকা-৫ নৌকার মনোনীতে এমপি পদপ্রার্থী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানালেন শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কদমতলী থানা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রনি।
এ সময় তিনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন । এ সময় তিনি, ৭ই জানুয়ারি হারুনর রশীদ মুন্নাকে বিপুল ভোটে জয়যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই ক্যাটাগরীর আরও খবর..