
নিজস্ব প্রতিনিধিঃ ৪ ঠা ডিসেম্বর সোমবার দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে কদমতলী থানা প্রেসক্লাব, ঢাকা এর কার্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে সকল সাংবাদিক ভোটারদের ভোটে সভাপতি নির্বাচিত হন, এডভোকেট মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন, মাহমুদুল হাসান। উক্ত সময়, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ রুবেল, সহ-সভাপতি, মোঃ ফিরোজ শাহী, সাংগঠনিক সম্পাদক, মোঃ সোলাইমান, অর্থ সম্পাদক, মোঃ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক, মোঃ মোস্তাফিজুর রহমান মিলন, দপ্তর সম্পাদক, ইবনে ফাহাদ তুরাগ, মহিলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌসী হীরা।
এ সময় নির্বাচিতদের মাঝে ফুলের শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং শপথ বাক্য পাঠ করানো হয়।
জানা যায়, উক্ত প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই প্রেসক্লাবের নিয়ম অনুযায়ী সুসংগঠিত হবে।
এ বিষয়ে সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক তার ফেসবুক পোস্ট এর মাধ্যমে এক বিবৃতিতে জানান, ধন্যবাদ জানাচ্ছি কদমতলী থানা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দকে যারা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের নির্বাচনকে সফল করেছেন। শুভকামনা জানাচ্ছি তাদেরকে যারা অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন কে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই সংগঠনের স্বার্থে নিজেকে নিবেদিত করতে পারি এবং সকল সাংবাদিকদের অধিকার আদায়ের লড়াইয়ে কাজ করে যেতে পারি। কদমতলী বাসীকে যেন একটি সুসংগঠিত থানা প্রেসক্লাব উপহার দিতে পারি।
এই ক্যাটাগরীর আরও খবর..