
নিজস্ব প্রতিনিধিঃ বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, অবিভক্ত ডেমরা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, হারুনর রশীদ মুন্না জামাত-বিএনপির বিরুদ্ধে একজন সাহসী প্রতিবাদী সৈনিক বলে জানালেন ঢাকা-৫ তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ।
এ সময় প্রবীণ একজন তৃণমূল আওয়ামী লীগ নেতা জানান, একজন দক্ষ সংগঠক হিসেবে আওয়ামী লীগের প্রতিটি প্রোগ্রাম সফল করতে দুর্দিনে যেমন ছিলেন এখনো ঠিক সেইভাবে প্রতিনিয়ত ঢাকা-৫ চষে বেড়াচ্ছেন এই নেতা।
বিএনপির অবরোধ হরতাল প্রতিহত করতে ভোর সকাল থেকে রাত পর্যন্ত যাকে হাজার হাজার নেতাকর্মী সাথে নিয়ে মাঠে যাকে দেখা যায় তিনি হারুনর রশীদ মুন্না।
দীর্ঘ প্রতীক্ষার পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ নৌকার মনোনয়ন হারুনর রশীদ মুন্না পাওয়াতে তৃণমূল আওয়ামী লীগের মাঝে আনন্দের জোয়ার বইছে।
তারা চায় এই আসনটিতে হারুনর রশীদ মুন্নাকে নৌকা মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদ ভবনে পাঠানোর সহমত পোষণ করেন।
এ সময় তৃণমূলের আরেকজন নেতা বলেন, স্বতন্ত্র প্রার্থী যেই হোক আমরা নৌকার লোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-৫ এ নৌকার মনোনীত পদপ্রার্থী যাকে করেছেন আমরা তার পক্ষে কাজ করব। নৌকাকে বিজয় করাই আমাদের প্রধান লক্ষ্য। এ সময় ঢাকা ৫ নৌকার মনোনয়ন হারুনর রশীদ মুন্নাকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গোলাপের শুভেচ্ছা জানান তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ। ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট চাই বলে প্রতিবেদকের কাছে জানান।
এই ক্যাটাগরীর আরও খবর..