
স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন এর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আয়োজনটি অনুষ্ঠিত হয়, ২৬ ই ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু।
সভাপতিত্ব করেন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ও আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল খালেক মুন্সি।
পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলটির প্রতিষ্ঠাতা, আহসান উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, আলাউদ্দিন হাওলাদার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, ডাক্তার বিএম আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য এমওএফ খোকন।
এ সময় আরো উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
এই ক্যাটাগরীর আরও খবর..