নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-৪ আসন নবনির্বাচিত সংসদ সদস্য ডঃ মোঃ আওলাদ হোসেনকে গণ সংবর্ধনা জানালেন, ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন শ্যামপুর ইউনিয়ন ৫৮ ও ৫৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়, ২৪ ই জানুয়ারি বুধবার, বিকেল ৩.০০ টায়।
উক্ত সময়, ঢাকা-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডঃ মোঃ আওলাদ হোসেনকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেন ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, হাজী আমিনুল ইসলাম মোল্লা ও যুগ্ন সাধারণ সম্পাদক, এস, এম বাদশা মানিক সহ ইউনিয়ন নেতা কর্মীরা।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কদমতলী থানা আওয়ামী লীগ সভাপতি মোঃ নাছিম মিয়া, ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।
সভাপতিত্ব করেন, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, কাজী মোঃ শহীদ উল্লাহ, সঞ্চালনায় ছিলেন, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, হাজী মোঃ আমিনুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কদমতলী থানা আওয়ামী লীগ অন্যতম সদস্য রোকসানা বেগম পারুল, সহিদ মাহমুদ হেমি, ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক হাজী মহব্বত, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সহ-সভাপতি, সৈয়দ আহমেদ শ্যামপুর ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি আলমগীর মেম্বার সহ কদমতলী থানার ও বিভিন্ন ওয়ার্ড, ইউনিট আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী।