পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬০ নং ওয়ার্ডে প্রায় ৬০০ অসহায় দুস্থদের মাঝে ইফতারির উপহার সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠিত।
উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়, ১৮ ই মার্চ সোমবার বিকেল ৪ টায়, জাপানি বাজার সংলগ্ন আলহাজ্ব লুৎফর রহমান রতন মোল্লার নিজস্ব ভবনে।
উক্ত আয়োজনে, ৬০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, আলহাজ্ব লুৎফর রহমান রতন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ৫ আসন সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এমপি।
উক্ত সময় আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এমপির পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এমপিকে ফুলের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে গণ সংবর্ধনা জানান।
উক্ত সময়, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।