নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতম কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কর্মকর্তাগন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। ১৩/৩/২৪ ইং তারিখ বুধবার দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় “দালালের হাতে পুলিশ ভেরিফিকেশন, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ না দিলে আবেদনটি হয়ে যায় ত্রুটিপূর্ণ, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে দালালদের অর্থ বাণিজ্য, অফিসে অসাধু কর্মকর্তাদের অনিয়ম চলছে দীর্ঘদিন” শিরোনামে একটি নিউজ ছেপে প্রকাশিত হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। উক্ত শিরোনামের নিউজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই আঞ্চলিক পাসপোর্ট অফিসটি সম্পুর্ন সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। প্রশাসনিকভাবে এখানে কঠোর নিরাপত্তা রয়েছে। আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি যে, এখানে পাসপোর্ট গ্রাহকদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কোনো দুর্ভোগ পোহাতে হয়না।