নিজস্ব প্রতিনিধিঃ ২৫ শে মার্চ কালো রাত ও গনহত্যা দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়, ২৫/০৩/২০২৪ ইং, তারিখ রোজ সোমবার, দুপুর ১:৩০ মিনিটে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, ওবায়দুল কাদের এমপি।
সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী।
সঞ্চালনায় ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক, আলহাজ্ব হুমায়ুন কবির।
উক্ত সময় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, সভাপতি, শেখ বজলুর রহমান।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক, এস এম মান্নান কচি।
উক্ত সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভা সফল করতে, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, হারুনর রশিদ মুন্নার নেতৃত্বে মহানগর নাট্য মঞ্চ থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পার্টি অফিস পর্যন্ত বিশাল মিছিল নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঢাকা-৫ সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্গত যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ যারা বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতিতে বিশ্বাসী, নৌকার স্বপক্ষে যারা কাজ করেছেন এবং আওয়ামীলীগের পরিবারের স্বপক্ষের সকল নেতৃবৃন্দ।